শিরোনাম
উল্লাপাড়া উপজেলায় বিনামূল্যে নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন আহ্বান।
বিস্তারিত
আবেদনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রশিক্ষণ শুরুর তারিখঃ ০১ অক্টোবর, ২০২৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'হার পাওয়ার প্রকল্প( Her Power Project: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন)'-এর আওতায় ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ ও ১ মাসব্যাপী মেন্টরশীপ প্রদান করা হবে।
উল্লাপাড়া উপজেলায় ৯টি ব্যাচে মোট ১৮৫ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।
#
#এ সংক্রান্ত পরামর্শের জন্য উপজেলা আইসিটি অফিস, উল্লাপাড়া এবং জনাব মোঃ রাহেন বাদশা (রায়হান) সহকারী প্রোগ্রামার, উল্লাপাড়া-এর সাথে যোগাযোগ করা যেতে পারে (মোবাইলঃ ০১৭১০৫৫০২৫২ / টেলিফোনঃ ০২৫৮৮৮৩৩৮৫৬, ইমেইলঃ ap.ullapara@gmail.com )
প্রশিক্ষণের কোর্সসমূহঃ-
(১) IT Service Provider (ISP) এর ৪টি ব্যাচে মোট ৮০ জন
(২) Graphics Design (GD) এর ২টি ব্যাচে মোট ৪০ জন
(৩) Web Development (WD) এর ১টি ব্যাচে মোট ২০ জন
(৪) Digital Marketing (DM) এর ১টি ব্যাচে মোট ২০ জন এবং
(৫) Women E-commerce Professional (WEP) এর ১টি ব্যাচে মোট ২৫ জন
প্রশিক্ষণের সম্ভাব্য সময়ঃ দুপুর ০২ঃ০০টা থেকে ৪ ঘণ্টাব্যাপী)
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী নারীগণ বিস্তারিত জানতে ও আবেদন বা রেজিস্ট্রেশন করতে উপরে প্রদত্ত ওয়েব লিংকে ক্লিক করতে হবে।
(বিঃদ্রঃ ফ্রিতে আবেদন করতে উল্লাপাড়া উপজেলার তথ্য আপা প্রকল্প অফিসে (তথ্য কেন্দ্র) যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও যে কোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা অনলাইনে আবেদন করানোর দোকান থেকে আবেদন করা যাবে পাশাপাশি নিজেও আবেদন করতে পারবেন। )