শিরোনাম
শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের ১০দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আজ সকাল ১০.০০ টায় Zoom প্লাটফর্মে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়
বিস্তারিত
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প" এ অধিদপ্তরের একটি ফ্লাগশিপ প্রকল্প। প্রকল্পের
আওতায় ১ম পর্যায়ে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০১টি ও ২য় পর্যায় ৫০০০টি মোট ৯০০১টি ল্যাব স্থাপন করা হয়েছে। পরবর্তীতে ৩০০টি সংসদীয় আসনে ৩০০টি "শেখ রাসেল স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে।
ল্যাব পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য ল্যাবপ্রাপ্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪ জন করে মোট ৩৬,০২০ জন শিক্ষকের ১০ দিনব্যাপী “আইসিটি ইন ইডুকেশন লিটারেসি, ট্রাবলশুটিং ও মেইনটেন্যান্স" বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ০২টি ব্যাচে ৪০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে এ উপজেলার ২৬টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০৪জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।